মৃতপ্রায় ভবঘুরেকে শুশ্রষা করে প্রান ফেরালো পুজো উদ্যোক্তারা

মনোজ চক্রবর্তী, হাওড়া : করোনা আবহে দেবী দুর্গার বিজয়া দশমী চলে গেল।আবার এক বছর পরে আসবেন মা ।দশমীর দিনই জীবন বিসর্জন হতে বসা এক সত্তরউর্ধ্ব ভবঘুরের সেবা করে প্রাণ ফেরালো পূজো উদ্যোক্তারা।বিসর্জনের দিন মানবিক এই ঘটনাকে কূর্ণিশ জানিয়েছে সকলেই। জানা গিয়েছে, হাওড়ার অফিস পাড়া বলে পরিচিত জেলা শাসকের অফিস ও পুলিশ কমিশনারের অফিস থেকে মাত্র দুশো মিটার দূরে এক সত্তরোর্দ্ধ বৃদ্ধকে মৃত প্রায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ওই এলাকাতে তিয়াত্তর বছর ধরে দুর্গা পূজো অনুষ্ঠিত হচ্ছে । হাইট ম্যানসন তেলকল ঘাট রেল কলোনীর দুর্গা পূজোয় কোভিড নিয়ম মেনে হয়েছে ।কিন্তু বিসর্জনের দিন সকালে ওই ভবঘুরেকে মৃতপ্রায় অবস্থায় দেখতে পান পূজোর উদ্যোক্তারা।কথাটি কানে যেতেই অন্যতম কর্তার সুরিন্দর সিং ছেলেদের ভবঘুরেকে শুশ্রুষা করে সুস্থ করতে বলেন ।পায়ে ইতিমধ্যেই ইনফেকশন হয়ে মাছি বসে রয়েছে ।সারা গা নোংরা ।তাকে পরম যত্নে ধুইয়ে দিয়ে স্নান করান জনৈক দিলীপ পাশোয়ান নামের এক যুবক ।খাইয়ে দেওয়া হয় । খেতে পেয়ে কিছুটা সুস্থবোধ করেন তিনি ।পরে প্রশাসনের হস্তক্ষেপে তার ঠাঁই হয় হাসপাতালে ।পূজো উদ্যোক্তাদের এ হেন মানবিক উদ্যোগকে কূর্ণিশ জানিয়েছে সকলে ।