পশ্চিমবঙ্গহেডলাইন
আদালতের রায় মেনেই পুজোর আয়োজন

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: করোনা আবহে স্বাস্থ্যবিধি ও আদালতের নির্দেশ মেনেই পুজোর আয়োজন করছে কুমারগ্রাম ব্লকের বারবিশা দিশারী ক্লাব। ক্লাবের সভাপতি সুব্রত ঘোষ ও সম্পাদক সুব্রত দে একযোগে জানান প্রতিবছর তারা বিগ বাজেটের পুজো করেন। এবছর করোনা আবহে তাদের পুজো।নামমাত্র বাজেটে করা হচ্ছে। তারা স্বাস্থ্য বিধি ও আদালতের নির্দেশ মেনেই পুজোর আয়োজন করছেন। প্যান্ডেল খোলা রাখা হচ্ছে এবং পাঁচ মিটার দুরে ব্যারিকেড দেওয়া হয়েছে। অন্যান্য নির্দেশিকাও মেনে চলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।