পশ্চিমবঙ্গহেডলাইন
পুরুলিয়ায় এক দিনে রেকর্ড সংখ্যক মানুষের কোভিড-১৯ পজিটিভ

সাথী প্রামানিক, পুরুলিয়া: পুরুলিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক ব্যক্তি কোভিড-১৯’এ সংক্রমিত হল। সোমবার জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে ২২ জনের পজিটিভ ফল আসে। প্রথমবার এত বেশি সংখ্যক মানুষের করোনা ধরা পড়ল। সব মিলে এদিন পর্যন্ত পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা হল ১৩৯ জন। এদের মধ্যে ৩৩ জন একটিভ রয়েছেন। বাকি ১০৬ জন করোনা মুক্ত হয়ে গেছেন। এদিন ৩২৫ জনের নতুন করে লালারসের নমুনা পরীক্ষার নেওয়া হয়।