পশ্চিমবঙ্গহেডলাইন
পুরুলিয়ার বান্দোয়ানে প্রৌঢ়াকে গণধর্ষণ! গ্রেফতার ২
সাথী প্রামানিক, পুরুলিয়া: এক প্রৌঢ়াকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হল দুই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানার একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে। গত মঙ্গলবার, রাত্রে ওই এলাকায় একটি গ্রাম্যমেলা ছিল। সেখানে গ্রামেরই দুই যুবক ওই প্রৌঢ়াকে নির্জনে একটি ক্ষেতের পাশে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনার পর ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে গ্রামে জানাজানি হয়ে যায়। বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশি সভা হয়।
মোড়লদের চাপে এক প্রকার দফারফা হলেও শেষ পর্যন্ত আক্রান্ত ও নির্যাতিতার দাদা বান্দোয়ান থানায় গ্রামেরই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান। শুক্রবার, গ্রাম থেকে অভিযুক্ত লক্ষ্মীকান্ত টুডু ও আগেন সরেন নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।