দিনমজুরের কাজ করার সময় পাথরের আঘাতে মর্মান্তিক মৃত্যু পুরুলিয়ার ষষ্ঠ শ্রেণির ছাত্রের

সাথী প্রামানিক, পুরুলিয়া: দিনমজুরের কাজ করার সময় বুকে পাথরের আঘাত পেয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের। ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের তেলকল পাড়া শ্মশান কালী মন্দিরের কাছে। জানা গিয়েছে, মৃতের নাম রাজোয়াড় (১২)। স্থানীয় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শিমুলঘুটা এলাকায় তার বাড়ি। তেলকলপাড়া টাউন হাই স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র সে। করোনার কারণে স্কুল না থাকায় দিন মজুরের কাজ করে অভাবের বাড়িতে অর্থ সংস্থান করছিল সে। স্থানীয় ওয়েলডিং দোকানে কাজ করতো।
দোকানের মালিক নতুন বাড়ি করার কাজে পাথর নামানোর কাজ করছিল এদিন। সেই সময় দুর্ঘটনা ঘটে। বুকে পাথরের আঘাত লাগলে মাটিতে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দারিদ্রতার সুযোগ নিয়ে শিশুটিকে নির্মাণ কাজে লাগানোয় বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, মৃৎ শিশুর বাবা অন্যত্র দিন মজুরের কাজ করেন। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।