ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা পুতিনের

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, ইউক্রেনের দুটি শহরের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডর খুলে দিতে সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। মস্কোর স্থানীয় সময় শনিবার ১০টায় মানবিক এই করিডর খুলে দেওয়া হবে। ইউক্রেনে রাশিয়ার হামলার দশম দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখার বাসিন্দাদের জন্য মানবিক করিডর খোলার সিদ্ধান্তটি নিল মস্কো। বেসামরিক নাগরিকদের শহর দুটি ছেড়ে যাওয়ার জন্য করিডর চালু করা হচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে রাশিয়া একমত হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর।
তবে গত ২৪ ফেব্রুয়ারি সকলে হঠাৎ-ই যুদ্ধ ঘোষণা করে রাশিয়ার প্রেসিডেন্ট। তার পরেই সম্মুখ সফরে ঝাঁপিয়ে পড়ে তারা। সেই সময় ইউক্রেন প্রেসিডেন্ট বার বার পুতিনের প্রেসিডেন্টে সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন। শুরু হয় যুদ্ধ। এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় গোটা ইউক্রেনজুড়ে। দুই শহরে যুদ্ধবিরতি দিয়ে করিডর চালুর ব্যাপারে ইউক্রেনের তরফ থেকে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে এর আগে মারিউপোল শহরের মেয়র মানবিক করিডর চালুর আহ্বান জানিয়েছেন।
ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে তিনবার খুনের চেষ্টা করা হয়েছে বলেও গুঞ্জন ওঠে।