fbpx
আন্তর্জাতিকহেডলাইন

পুতিনের আর ক্ষমতায় থাকা উচিত নয়ঃ বাইডেন

যুগশঙ্খ, ওয়েবডস্কঃ প্রায় এক মাসের বেশি সময় ধরে ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত ২৪ ফ্রেব্রুয়ারি ভোরে ইউক্রেনের ওপরে সামরির যুদ্ধের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রক্ষক্ষয়ী যুদ্ধে প্রায় ১৩৬টি শিশু প্রাণ হারিয়েছে বলে দাবি জেলেনস্কি সরকারের। ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর সরকারকে তার দেশকে যুদ্ধবিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার জন্য আবারও আহ্বান জানিয়েছেন।  শনিবার গভীর রাতে দেওয়া এক ভিডিওতে জেলেনস্কি বলেন, যেসব ভারী অস্ত্র ইউরোপে ‘স্বাধীনতাকে রক্ষা করতে পারে’, তা বরং এখন গুদামে পড়ে থেকে শরীরে ধুলো জমাচ্ছে।   জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়ান যুদ্ধবিমানকে মেশিনগান দিয়ে গুলি করে নামানো যাবে না।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  শনিবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর রয়্যাল ক্যাসলে দেওয়া ভাষণের  বলেন, ‘ঈশ্বরের দোহাই, এই ব্যক্তিটি আর ক্ষমতায় থাকতে পারেন না। ’
পুতিনের অনেক সমালোচনা করলেও মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতাচ্যুতির পক্ষে সরাসরি এ পর্যন্ত কিছু বলেননি। এটি মস্কোর প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাবের একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই মাসের শুরুতে বলেছিলেন, ‘আমাদের জন্য, এটি শাসক পরিবর্তনের বিষয়ে নয়। রাশিয়ার জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কার হাতে নেতৃত্ব দিতে চায়। ’

মার্কিন প্রেসিডেন্টের কথায় প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এ কথাটা বলা মার্কিন প্রেসিডেন্টের কাজ নয়। এটি শুধু রুশ ফেডারেশনের জনগণের ইচ্ছার ওপর নির্ভরশীল হওয়া উচিত।

 

 

 

Related Articles

Back to top button
Close