
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজ উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে ভার্চুয়াল সভা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মমতা। এদিন অখিলেশকে পাশে বসিয়ে হাতে লাল বল নিয়ে জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’ বলতে শোনা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। এদিন ভার্চুয়াল সভা থেকে মা-বোনেদের একাকাট্টা হয়ে বিজেপিকে হারানোর ডাক দেন মমতা।
মমতা বলেন, বিজেপি দেশের জন্য বিপজ্জনক দল। হাথরসে কি হয়েছিল, বিজেপি আগে তার জবাব দিক। মন্ত্রীর ছেলে কৃষককে পিষে দিল। দেশের গণতন্ত্রকে ধবংস করছে বিজেপি। আবার যদি যোগী ক্ষমতায় আসে, তাহলে সর্বনাশ হবে।
মমতা আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, কোভিডে এত রোগীর মৃত্যু হয়েছিল, তখন যোগীজি কোথায় ছিল? মৃতদেহগুলিকে পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। বাংলায় তো দেহের সৎকার করা হয়েছে। করোনার পাশাপাশি বহু মানুষের এনআরসিতে মৃত্যু হয়েছে। বহু পরিযায়ী শ্রমিক অনাহারে মারা গিয়েছে। সাত মাস ধরে কৃষকরা রাস্তায় বসেছিল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি শুনেছি স্কুটি দেওয়ার অনুমতি দিচ্ছে বিজেপি। ভোটের আগে এত প্রতিশ্রুতি কেন? এতদিন কোথায় ছিল? স্কুটির টাকা তো সেই অর্থ পিএম কেয়ার ফান্ডে যাবে। তাই অডিট করা হবে না। আমি চাই পিএম কেয়ার ফান্ডের অডিট হোক। উত্তরপ্রদেশে বিজেপির Rally হচ্ছে, কিন্তু বিরোধীদের Rally করতে গেলেই বাধা আসবে।
মমতা বলেন, বাংলায় ভোট ভাগ হয়নি বলেই, বিজেপি জিততে পারেনি। বিজেপি আসলে বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী। আমরা সাম্প্রদায়িক রাজনীতিকে ঘৃণা করি।
অখিলেশের যাদবের হয়ে ভোট প্রচারে লখনউতে এসে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, অখিলেশকে জেতাতে সবাই এককাট্টা হোন। তাহলেই বাংলা-উত্তরপ্রদেশ মিলে শিল্প হবে। আমরা একসঙ্গে পর্যটন শিল্পকে উন্নত করতে পারব। উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে সোমবার বিকালে লখনউ-তে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় লখনউ বিমানবন্দরে তৃণমূল নেত্রীকে স্বাগত জানান অখিলেশ যাদব। সভাশেষে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের বাড়িতে যান। সেখানে চা-মুড়ি খান। বিকেলেই ফের কলকাতা ফিরে আসেন।