fbpx
আন্তর্জাতিকখেলাহেডলাইন

কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জয় পিভি সিন্ধুর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জয় পিভি সিন্ধুর। ২০১৪ গ্লাসগো গেমসে ব্রোঞ্জ, ২০১৮ গোল্ডকোস্টে রুপোর পর ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতলেন সিন্ধু। ফাইনালে  কানাডার মিচেল লি-কে ২১-১৫, ২১-১৩ এ হারিয়ে চলতি গেমসে ভারতকে ১৯তম সোনার পদক এনে দিলেন। ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথে অবশ্য মিক্সড টিম বিভাগে সোনা জিতেছিলেন সিন্ধু।

গত বছর টোকিও অলিম্পিকের ফাইনালে হেরেছিলেন সিন্ধু। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহজেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন সিন্ধু। চলতি বার্মিংহ্যাম গেমসে ব্যাডমিন্টন থেকে ভারত ইতিমধ্যেই একটি  সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ জিতে ফেলেছে।

এবার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নামছেন  লক্ষ্য সেন। তারপর পুরুষদের ডবলসের ফাইনালে নামবেন চিরাগ শেঠি-সাত্যকসিরাজ রানকিরিড্ডি। সব মিলিয়ে দেশের শাটলাররা বার্মিংহ্যামে মাতিয়ে দিলেন।

 

Related Articles

Back to top button
Close