পশ্চিমবঙ্গহেডলাইন
অজগর সাপকে নিয়ে চাঞ্চল্য মথুরা বাজার এলাকায়

সুমিত কার্যী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ১ ব্লকের মথুরা বাজার সংলগ্ন এলাকায় রবিবার ১ টি অজগর সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
এদিন স্থানীয় একটি জলাশয়ে ১ টি হাঁসকে শিকার করা অবস্থায়, অজগরটিকে দেখতে পান এলাকার। খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চিলাপাতা বনদফতরের কর্মীরা। এদিন চিলাপাতা বনদফতরের কর্মীরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা চন্দ্রজিৎ রায় বলেন সকাল থেকেই সাপটি দেখে শোরগোল পড়ে যায় এলাকায় এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়, আমরা চিলাপাতা বনদপ্তরকে খবর দেই ওরা এসে উদ্ধার করে নিয়ে যায় প্রায় ৭ ফিট লম্বা সাপটি