ব্লক প্রশাসনের উদ্যোগে কোয়ারেন্টাইন সেন্টারে পালিত হল পবিত্র ঈদ
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক প্রশাসন পরিচালিত বারোবিশার জওহর নবোদয় বিদ্যালয়, কর্মতীর্থ ভবন ও কমল গুহ কৃষি বিপনন কেন্দ্র এই তিনটি কোয়ারেন্টাইন সেন্টারে সোমবার ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হল পবিত্র ঈদ।
কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার জানান, এই কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে আশ্রয় পাওয়া মানুষদের মধ্যে অনেকেই ইসলাম ধর্মাবলম্বী। তারা যাতে পবিত্র ঈদ এর আনন্দ থেকে বঞ্চিত না হন সেকারনেই এই উদ্যোগ। তিনি আরও জানান যে, আশ্রয় গ্রহনকারীদের সাথে মহিলা ও শিশুরা আছে।
এদিন তিনটি কোয়ারেন্টাইন সেন্টারে পুরুষ, মহিলাদের টি শার্ট, শাড়ি ও শিশুদের দেওয়া হয় নতুন পোষাক। মোট ষাট জনকে নতুন কাপড় তুলে দেওয়া হয়। সকালের মেনুতে দেওয়া হয় লুচি, সুজির হালুয়া, মিষ্টি।দুপুরে দেওয়া হয় চিকেন, রাইস। খুশী মানুষগুলো ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানান।