করোনা আক্রান্ত রানি দ্বিতীয় এলিজাবেথ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ কোভিডে আক্রান্ত রানি দ্বিতীয় এলিজাবেথ। রবিবারই বাকিংহাম প্যালেসের তরফে এই খবর জানানো হয়েছে। বর্তমানে রানির বয়স ৯৫ বছর। তাঁর শরীরে মৃদু উপসর্গ আছে বলে জানা গেছে। আপাতত উইন্ডসোর ক্যাসলে আইসোলেশনে রয়েছেন তিনি। পাশাপাশি রানি চিকিৎসা সেবা নিতে থাকবেন এবং স্বাস্থ্য সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলবেন বলেও এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। দুটি ডোজ টিকা সম্পন্ন হয়েছে রানির। গত বছর অক্টোবরে নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য তিনি হাসপাতালে এক রাত ভর্তি ছিলেন।
রানি এলিজাবেথ যেখানে থাকেন, সেই উইন্ডসর প্রাসাদে অনেকেই কোভিড পজিটিভ হয়েছেন। রানি ব্রিটিশ সিংহাসনে বসার ৭০তম বার্ষিকী পালনের কয়েকদিন পরেই করোনা আক্রান্ত হলেন তিনি।
প্রিন্স অব ওয়েলস চার্লস গত ১১ ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হন। এর পরপরই আক্রান্ত হন তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।
রানি এলিজাবেথ প্রিন্স চার্লসের সংস্পর্শে যাওয়ার পর প্রথম গত মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠক করেন যুক্তরাজ্যের নতুন দুই রাষ্ট্রদূতের সঙ্গে।
তবে বয়সের কারণে রানিকে নিয়ে চিন্তিত চিকিৎসকেরা।