বসিরহাট ও সুন্দরবনে রবীন্দ্রজয়ন্তী পালন
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিবসে আজ শুক্রবার বসিরহাট পৌরসভার চেয়ারম্যান তপন সরকার চেয়ারম্যান ইন কাউন্সিল অদিতি মিত্র সকাল থেকে বসিরহাট টাউন হল, রবীন্দ্র ভবন, রবীন্দ্র সৈকত পার্ক সহ বিভিন্ন জায়গায় গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করেন। কবিতা ও গানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন শুরু হয়। পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে, মুখে মাক্স পরে এই উৎসব পালন করলেন।
আরও পড়ুন: মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে অমিতকে ফোন অধীরের
একদিকে কাউন্সিলর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গানের মধ্য দিয়ে উৎসব পালন করলেন। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বাড়ূই-এর উদ্যোগে বসিরহাট মহকুমার বিভিন্ন থানায় কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করতে বসিরহাট টাকি রোড ও ইটিন্ডা রোডে পাশাপাশি সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এর সুন্দরবনের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাম্যমান ট্যাবলো বের করেন। বসিরহাটে বিশিষ্ট শিক্ষক মহাদেব সরকার নিজের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিয়ে, গান, কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করলেন। সব মিলিয়ে একদিকে করোনা সচনতার বার্তা, অন্যদিকে রবীন্দ্রনাথের জন্মদিন পালনের মধ্য দিয়ে এ লড়াই জিততে হবে এমনটাই মনে করছেন প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা।