
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কালবৈশাখীর ঝড়ে হঠাৎ করে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয় রবীন্দ্র সরোবরের বোয়িং।
মৃত্যুকে ঘিরে একগুচ্ছি গাফিলতির প্রশ্ন ওঠে। তবে এবার ফের বোয়িং হতে চলেছে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ফের চালু হতে পারে বোয়িং ক্লাবের পরিষেবা। তবে নির্দিষ্ট গাইডলাইন মেনেই এই পরিষেবা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
কেএমডিএ ও পুলিশের যৌথভাবে তৈরি প্রাথমিক খসড়া গাইডলাইন বা SOP আজ, মঙ্গলবার চূড়ান্ত করে শহরের তিনটি রোয়িং ক্লাবের কাছে পৌঁছে দেওয়া হবে প্রশাসনের তরফে। সেই গাইডলাইন মেনেই এবার থেকে চলতে হবে। সোমবার লালবাজারে পুলিশ, কেএমডিএ এবং ক্লাব কর্তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে তা অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য বলে ধরেই এগোচ্ছেন ক্লাব কর্তারা।