বিজেপির বেলিয়াবেড়া মণ্ডল কমিটির যুব মোর্চার সভাপতি হলেন রবীন্দ্রনাথ বাগ

সুদর্শন বেরা,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে বিজেপির মন্ডল কমিটিতে যুব মোর্চার নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার রাতে দায়িত্বপ্রাপ্ত সভাপতিদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বিজেপির বেলিয়াবেড়া মণ্ডল কমিটির যুব মোর্চার সভাপতি নির্বাচিত হয়েছেন রবীন্দ্রনাথ বাগ। বিজেপির যুবমোর্চার বর্তমান সভাপতি তুফান নায়েককে সরিয়ে রবীন্দ্রনাথ বাগ কে যুব মোর্চার দায়িত্ব দেওয়ায় সংগঠনের কর্মী ও সমর্থকরা খুশি। এলাকার সৎ ও স্বচ্ছ পরিচ্ছন্ন ভাবমূর্তির যুবক হিসেবে রবীন্দ্র নাথ বাগ পরিচিত। রবীন্দ্রনাথ বাগ বিজেপির যুব মোর্চার বেলিয়াবেড়া মণ্ডল কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর রবীন্দ্রনাথবাগ বুধবার বলেন দল যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করব। সেই সঙ্গে বিজেপির বেলিয়াবেড়া মন্ডল কমিটির যুব মোর্চা কে আরও শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কাশ্মীরে সেনা ছাউনিতে তুষারঝড়, নিহত ১ সেনা জওয়ান, আহত ২
তিনি আরও বলেন যে সংগঠনের সকল সদস্যদের নিয়ে তিনি কাজ করবেন। সংগঠনের মধ্যে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে লিড দেওয়ার জন্য এখন থেকেই কাজ শুরু করা হবে। দলের জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব যেভাবে কাজ করার নির্দেশ দেবেন, সেভাবেই তিনি কাজ করবেন বলে জানান। তাই স্বভাবতই রবীন্দ্রনাথ বাগ যুব মোর্চার সভাপতির দায়িত্ব পাওয়ায় যুব মোর্চার কর্মীরা রীতিমত খুশি। দায়িত্ব পাওয়ার পর বুধবার সকাল থেকেই তিনি জনসংযোগের কাজ শুরু করে দিয়েছে। সেই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করার জন্য সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন বলে তিনি জানান।