মধ্যমগ্রামে রবীন্দ্র-নজরুল শ্রদ্ধাঞ্জলী
জেলা প্রতিনিধি, মধ্যমগ্রাম: লকডাউন বিধি মেনে দূরত্ব বজায় রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাজ্ঞলি জানাল প:ব:সরকার নিবন্ধিকৃত সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্মল নিউজ পেপারস এডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
মধ্যমগাম ৩নং চন্ডীগড়ে সংগঠনের রাজ্য দফতরে সোমবার সকালে কথায় গানে কবিতায় স্হানীয় সংগীতশিল্পী কবি সাংবাদিকরা রবীন্দ্র-নজরুল কে শ্রদ্ধার্ঘ্য জানান।
সংগীতে ছিলেন সংগীতশিল্পী তনয়া ঘোষ, বিনয় কৃষ্ণ বালা, কৃষ্ণ বন্ধু ধর প্রমুখ।
কবিতা পাঠে বি কে স্বপন,মিলন বসু।
আলোচনায় শ্যামবাজার টাউন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সুশান্ত ঘোষ। শুরুতে দুই মহান মনীষীর প্রতিচ্ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি চিত্তরজ্ঞন চট্টোপাধ্যায় ও সংগীতানুরাগী ইন্দ্রা্ণী চট্টোপাধ্যায়।
উপস্হিত সংগীত শিল্পী কবি লেখক সাংবাদিকরাও পুষ্পার্ঘ্য নিবেদন করেন মনীষীদ্বয়কে। শিল্পীদের কন্ঠে রবীন্দ্র ও নজরুলগীতি উপস্হাপনা ছিল বেশ সাবলীল।