পশ্চিমবঙ্গহেডলাইন
করোনা আবহেও থিমকে ভিত্তি করে মন্ডপ সাজিয়েছে রাধানগর সার্বজনীন পুজো কমিটি

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের রাধানগর গ্রামের সার্বজনীন পুজো কমিটির উদ্যোক্তারা এবার তাদের মন্ডপ সজ্জার থিম করেছেন নিরুদ্দেশের খোঁজে। এই থিম কে বাস্তবায়িত করতে মন্ডপে মাটির মুর্তির সাহায্যে তুলে ধরা হয়েছে লোক জীবনের হারিয়ে যাওয়া কিছু দৃশ্য।
যেমন হাতে টানা রিক্সা, পাল্কী, ঢেঁকি, সুপারির খোলার খেলনা টানা গাড়ি সহ আরো কিছু দৃশ্য। উদ্যোক্তারা জানান সমাজ জীবন থেকে হারিয়ে যেতে বসা বিষয়গুলিকে দৃশ্যায়িত করে দর্শকদের এক নস্টালজিক ভাবনায় ভাবিয়ে তোলার লক্ষ্যেই তারা এই থিম বেছে নিয়েছেন। গ্রামের পুজোয় এই থিম সত্যিই আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন এলাকার বহু বিশিষ্ট জনেরা।