fbpx
দেশহেডলাইন

চিন ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী

 যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর স্ট্রংম্যান ইমেজই দেশের সবচেয়ে বড় দুর্বলতা।‘ এদিন তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো প্রকাশ করে এই কটাক্ষ করেন রাগা।

         আরও পড়ুন: মারণ ভাইরাসে আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী তথা কংগ্রেস নেতা আসলাম শেখ

এদিন রাগা লাদাখে হওয়া ভারত ও চিন সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্রে ক্ষমতায় মোদি একটা নকল স্ট্রংম্যান ইমেজ তৈরি করেছেন। আর সেটাই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। কিন্তু এটাই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা।’ তাঁর মিনিটে দুয়েকের ভিডিয়োতে রাহুল আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার কাপুরুষের মতো আচরণ করছে। এর জন্য দেশকে বড় মূল্য চোকাতে হবে।’ চিন গোটা পৃথিবীকে নিজেদের মতো করে গড়তে চাইছে বলে ভিডিয়োয় বলতে শোনা যায় রাহুল গান্ধীকে।

এদিন রাহুল আরও বলেন, ‘আগে থেকে কোনও পরিকল্পনা না করে চিন কিছু করে না। মনে মনে তারা ইতোমধ্যেই গোটা পৃথিবীকে তাদের মতো করে গড়ে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছে। ওরা এতটাই দূরের কথা ভেবে কাজ করে। আর এই পরিস্থিতিতে আমরা কী করছি? আমাদের ওদের অবস্থানকেই আরও পোক্ত করে তুলছি। গালওয়ান হোক ডেমচক বা প্যাংগং লেক, সব জায়গাতেই একই ঘটনা ঘটছে। আমরা হাইওয়ে বানালে ওরা আপত্তি তুলছে। আরও বড় করে পরিকল্পনা করলে ওরা কাশ্মীরে অশান্তি পাকাতে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে।’

রাহুলের দাবি, ‘চিনের  সঙ্গে ভারতের যে সমস্যা সেটা শুধু সীমান্ত সমস্যা নয়। এটা অনেক বৃহত্তর সমস্যা। চিন, পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের উপর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। মোদির জন্য ফাঁদ পেতেছে চিন। এবং সেই ফাঁদে পা দিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী। চিন এখন ভারতের ভূখণ্ডে এসে বসে আছে। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে, হয় তুমি নিজের ৫৬ ইঞ্চির ভাবমূর্তি নষ্ট করে স্বীকার করে নাও, যে আমরা তোমাদের এলাকা দখল করেছি। আর নাহয় চুপচাপ আমারা যেটা বলছি সেটা মেনে চলো।‘

 

Related Articles

Back to top button
Close