গুরুত্বপূর্ণদেশহেডলাইন
যোগীর পুলিশকে সরিয়ে হাথরাসের পথে রাহুল প্রিয়াঙ্কা, সঙ্গে থারুর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রথমে বাধা দিলেও পরে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কে হাতরাস যাওয়া়া়ার অনুমতি দিল উত্তর প্রদেশ পুলিশ। শনিবার দিল্লি–নয়ডা ডাইরেক্ট বা ডিএনডি উড়ালপুলের টোল প্লাজায় আটকে দেওয়া হয়েছিল রাহুলদের গাড়ি।
রাজ্য প্রশাসনের তরফে পুলিশের কাছে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয় যে কোনও কংগ্রেস নেতা যেন নয়ডা সীমানা না পেরতে পারেন। কিন্তু পরে ছেড়ে দেওয়া হয় রাহুলদের। কমপক্ষে ২০০জন পুলিশ মোতায়েন করে পুরো উড়ালপুল ব্যারিকেড করে রাখা হয়েছে। প্রিয়াঙ্কা নিজেই গাড়ি চালিয়ে হাথরস যাচ্ছেন। তাঁদের সঙ্গে শশী থারুর সহ মোট ৩০জন কংগ্রেস সাংসদ আছেন।