গুরুত্বপূর্ণদেশহেডলাইন
হাতরাসে যাওয়ার পথে উত্তরপ্রদেশে গ্রেপ্তার রাহুল গান্ধী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উওর প্রদেশের হাতরাসে নিগৃহীতার বাড়ি যাওয়ার পথেই গ্রেফতার করা হল রাহুল গান্ধীকে।
তাঁরা হাথরাসে নিগৃহীতার বাড়ি আসছেন বলে আগে থেকেই জারি ছিল ১৪৪ ধারা। বন্ধ করা হয়েছিল দিল্লি–উত্তরপ্রদেশ সীমান্ত। করোনার দোহাই দেওয়া হয়েছিল। তাতেও দমেননি রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী।
এদিন রাহুলের যাত্রাপথেই আটক করা হয় তাঁদের গাড়ি। বাধা পেয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। বেগতিক দেখে লাঠি চালায় পুলিশ। রাহুলের অভিযোগ, তাঁর ওপরেও লাঠি চার্জ করা হয়েছে। শেষ পর্যন্ত কংগ্রেস সাংসদকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ।