
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গুলাম নবি আজাদ, কপিল সিবালদের পর এবার কংগ্রেসের আরও এক বিক্ষুব্ধ নেতা বিস্ফোরণ ঘটালেন। ওই নেতা বলছেন, রাহুল গান্ধী যদি ২০২৪ লোকসভা নির্বাচনেও কংগ্রেসের সভাপতি থাকেন, তাহলে দলের জেতার কোনও সম্ভাবনা নেই। ২০১৪ এবং ২০১৯ নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত কংগ্রেসের।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কংগ্রেসে কানাঘুষো দাবি উঠছে যে সনিয়া গান্ধীর জায়গায় আবার রাহুলকে ফিরিয়ে আনা হোক সভাপতি পদে। যে ২৩ জন সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন, তাঁদের মধ্যে কয়েক জন রাহুল গান্ধীরই সমর্থক। কিন্তু নামপ্রকাশে অনিচ্ছুক এই নেতা অবশ্য রাহুলকে সর্বোচ্চ পদে বসানোর বিরোধী। তিনি বলছেন,”আমরা এমন কোনও জায়গায় নেই যাতে বলা যায়, ২০২৪ লোকসভায় রাহুলের নেতৃত্বে কংগ্রেস ৪০০ আসন জিতবে। আমাদের বুঝতে হবে ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা যথেষ্ট আসন পায়নি। ওই নেতা বলেন, ‘নাগপুর থেকে শিমলার মধ্যে (ভারতের উত্তরাংশ) আমাদের মাত্র ১৬ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র পঞ্জাবেই রয়েছেন ৮ জন। আমাদের বুঝতে হবে, যে ভারতে বাস্তব চিত্রটা ভিন্ন। আমাকে যদি কথা বলার সুযোগ দেওয়া হয় বৈঠকে, আমি তা হলে আমার মত প্রকাশ করব।’
আরও পড়ুন: দেশে একদিনে করোনার কবলে ৭৬ হাজারেরও বেশি মানুষ
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই রাহুলকে দলের সভাপতি পদে ফেরানোর দাবিতে আওয়াজ উঠছে কংগ্রেসের অন্দরে। একাধিকবার দলের নেতারা প্রাক্তন সভাপতিকে অনুরোধও করেছেন, দায়িত্ব ফিরিয়ে নিতে। বস্তুত দলের সিংহভাগ সমর্থকই এখনও রাহুলকেই নেতা হিসেবে পছন্দ করেন। কিন্তু যে ২৩ জন নেতা নেতৃত্বে বদল চেয়ে চিঠি লিখেছিলেন, তাঁরা অন্তত গান্ধী পরিবারের কাউকে আর সভাপতি পদে চাইছেন না। এই বিক্ষুব্ধ নেতা সেটাই স্পষ্ট করে দিলেন। তাঁর সাফ কথা, এটা কোনও ব্যক্তিগত লড়াই নয়। কংগ্রেসের উচিত ভারতের সংবিধান বাঁচানোর জন্য বিজেপির শক্ত বিকল্প হিসেবে উঠে আসা।