কেন্দ্রে ক্ষমতায় এলে বাতিল হবে নয়া কৃষি আইন, ঘোষণা রাহুল গান্ধীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কৃষি আইন নিয়ে ফের একবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার পঞ্জাবে গিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রে ফের কংগ্রেস ক্ষমতায় এলে বাতিল করা হবে নয়া কৃষি আইন’। এদিন পঞ্জাবে কৃষকদের খেতি বাঁচাও র্যালিতে যোগ দিয়ে কৃষকদের এমনটাই প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী।
আরও পড়ুন: হাথরসে সিবিআই হলে পশ্চিমবঙ্গে ১০০টা সিবিআই তদন্ত হওয়া উচিত: সায়ন্তন বসু
People of Punjab provide food to the country, you are the backbone of our country. Why is Modi ji breaking this backbone to benefit few people? Congress will never let this happen: Congress leader Rahul Gandhi in Ludhiana, Punjab during party’s ‘Kisan Bachao Rally’. pic.twitter.com/2HT0iEsm9F
— ANI (@ANI) October 4, 2020
কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, ‘ন্যূনতম সহায়ক মূল্য, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পাইকারি বাজার- দেশের তিনটি স্তম্ভকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভেঙে ফেলতে চাইছেন’। পাশাপাশি করোনা অতিমারির মধ্যে এই বিল পাশ করিয়ে নেওয়ার জন্যও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রাহুল গান্ধী। তিনি বলেন যে, ‘আমি নিশ্চিত করে বলছি, যেদিন কংগ্রেস ক্ষমতায় আসবে, সেদিন এই আইন বাতিল করা হবে। এই তিন কালা আইনকে ছুড়ে ফেলা হবে।’