চিনের প্রেমে পড়লেন কেন, ব্যবসায়িক সম্পর্ক আছে কি? অভিষেকের টুইটের পাল্টা রাহুলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা রাজনীতিতে ক্রমশই নজরকাড়া বিষয় হয়ে উঠছে টুইট যুদ্ধ। মুখ্যমন্ত্রী- রাজ্যপাল টুইট যুদ্ধ সর্বজনবিদিত। মঙ্গলবার টুইট যুদ্ধে জড়ালেন তৃণমূল কংগ্রেসের ‘ যুবরাজ’ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন টুইট করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেন। তাঁর বক্তব্য চিনের সঙ্গে সঙ্ঘর্ষে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী যে অ্যাপ ব্যবহার করেছেন, এখন সেই অ্যাপ বাতিল করছেন। উল্লেখ্য টিকটকসহ ৫৯ টি চিনা অ্যাপ বাতিল করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের প্রতিক্রিয়ায় রাহুল সিনহা কটাক্ষ করেন, ‘ চিনের প্রেমে এরা হঠাৎ পড়লো কেন জানি না। রাহুল গান্ধী চিনের থেকে অনেক টাকা পেয়েছে। এদের আবার চিনের সঙ্গে তলায় তলায় কোন ব্যবসা নেইতো! তৃণমূলের নেতারা যেসব টাকা আত্মসাৎ করেছে সেসব চিনে ব্যবসায় লাগায়নিতো, খোঁজ খবর করে দেখতে হবে।’
তিনি দ্বিচারিতার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে বলেন,’অ্যাপগুলো তখনতো নিষিদ্ধ হয়নি, তাহলে দ্বিচারিতা হচ্ছে কোথায়। দ্বিচারিতা তৃণমূল করছে। রাহুল গান্ধীর পদাঙ্ক অনুসরণ করে চিনের পাশে দাঁড়াচ্ছে। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে তৃণমূল পাকিস্তানকে সমর্থন করেছিল। এঁরা দেশের না বিদেশের তাবেদারি করছে বোঝা যাচ্ছে না।’