fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রিয়ার পাশে দাঁড়িয়ে রায়গঞ্জে কংগ্রেসের মিছিল 

শান্তনু চট্টোপাধ্যায়, রায়গঞ্জ: বলিউডের অভনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যৃত্যুর ঘটনায় সরগরম সারাদেশ। জাস্টিস ফর সুশান্ত ইস্যুতে উত্তাল স্যোশাল মিডিয়া। ইতিমধ্যেই মাদক কান্ডে গ্রেফতার হওয়া সুশান্ত সিং রাজপুতের অভিনেত্রী বান্ধবী জেলে রয়েছেন। সিবিআই, ইডি, এন সি বি -র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু করেছে। তবে ইতিমধ্যেই রিয়াকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ এনেছে কংগ্রেস। তাদের অভিযোগ ভোটব্যাংকের রাজনীতির কারনেই বাঙ্গালী অভিনেত্রী কে ফাঁসিয়েছে বিজেপি।

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পর এবারে রিয়ার গ্রফাতারি ইস্যুতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। রবিবার কংগ্রেসের উদ্যোগে একটি ধিক্কার মিছিল বের হয় রায়গঞ্জে। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন,” আমরা রিয়ার পাশে আছি। ভোট রাজনীতির জন্য বাঙ্গালী অভিনেত্রী কে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বিজেপি। ”

অন্যদিকে ২০২১ এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের নতুন কমিটি ঘোষনা করা হলো রবিবার। এদিন রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় নতুন নামের তালিকা প্রকাশ করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। নতুন তালিকায় জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে নাম ঘোষনা করা হয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞ কংগ্রেস নেতা পবিত্র চন্দের। এছাড়াও দলের মহিলা,যুব,শ্রমিক, সহ অন্যান্য শাখা সংগঠনের দ্বায়িত্ব প্রাপ্ত নেতাদেরও নাম ঘোষনা করেন মোহিত বাবু। একনজরে দেখে নিন জেলা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি।

Related Articles

Back to top button
Close