fbpx
কলকাতাহেডলাইন

বিশেষ সক্ষমদের জন্য পৃথক কোচের ব্যবস্থা রেলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশেষ সক্ষম যাত্রীদের জন্য আলাদা বিশেষ সুবিধাযুক্ত কোচ আনতে চলেছে ভারতীয় রেল। এখন রাজধানীসহ বেশিরভাগ ট্রেনেই অত্যাধুনিক এলএইচবি কোচ থাকে। এবার সেই ট্রেনগুলোতে বিশেষ সক্ষম যাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি পৃথক এলএইচবি কোচ জুড়ে দেওয়া হবে।

আর পাঁচটা সাধারণ যাত্রীর তুলনায় বিশেষ সক্ষম যাত্রীদের চাহিদা আলাদা। সেই চাহিদার কথা মাথায় রেখে বিশেষ সক্ষম যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে বসার আসন। কোচে ৩০ শতাংশ অসংরক্ষিত আসনও থাকছে। শৌচালয়ও বিশেষভাবে তৈরি করা হয়েছে। যেমন শৌচালয় ও কোচের দরজা অন্য কোচের চেয়ে বড়ো। কোচের মধ্যে মহিলাদের জন্য আলাদা আসন থাকছে। এই কোচের সঙ্গেই যুক্ত থাকছে পার্সেল ভ্যান ও গার্ডের কামরা। থাকছে ছোট ইলেকট্রনিক প্যানেল রুম। গার্ডের সঙ্গে সংযোগ রক্ষাকারী ইণ্ডিকেটার থাকছে।

আরও পড়ুন: পিটিয়ে নিন, যতোটা সইতে পারেন, লাল ডায়েরিতে লিখছি সব : দিলীপ ঘোষ

পাশাপাশি, বিশেষভাবে নির্মিত কামরা গুলোতে হেডব্যাঙ্ক মাঝ বরাবর থাকবে।কোচের দুদিকে ফিক্সএড চেয়ার থাকবে। জানলা ও দরজা ইসিএফ কোচের মতো খোলা বন্ধ করা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত না হলেও কোচের দুদিকে পাখা লাগানো থাকবে।

Related Articles

Back to top button
Close