
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রেলে নিয়োগ বোর্ডের পরীক্ষাকে কেন্দ্র করে মঙ্গলবারের মতই বুধবারও উত্তপ্ত থাকল বিহার। এদিন গয়াতে চাকরিপ্রার্থীরা আগুন লাগিয়ে দেয় একটি ট্রেনে। উত্তেজনা চরমে ওঠে। উত্তেজিত হয়ে পরীক্ষার্থীরা ভাঙচুর করে ট্রেন ও স্টেশনে। পরিস্থিতি অগ্নিগর্ভ আকার নেয়। বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা ট্রেন লাইনে ধরনা অবস্থানে বসে যায়। ব্যাহত হয় ট্রেন চলাচল। গয়াতে একটি দুরপাল্লার চলন্ত ট্রেনে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে মারে বলেও অভিযোগ। উঠেছে। সীতামারহিতে পুলিশ পুলিশ রেল স্টেশনে বিক্ষোভকারীদের হটাতে করতে শূন্যে গুলি চালাওয়াই। পাটনা, নওয়াদা, মুজাফফরপুর, সীতামারহি, বক্সার, ভোজপুরসহ একাধিক জায়গায় পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়। গয়ার পুলিশ জানিয়েছে, দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে। যারা ট্রেনে আগুন লাগিয়েছে তাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।
পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে ভেবেই আসরে নামেন স্বয়ং রেলমন্ত্রী। “ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা তাদের তোলা অভাব অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব।”
এদিন উত্তপ্ত বিক্ষোভের কারণে এনটিপিসির লেভেল ১ পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছিল রেল। রেলের তরফে যাবতীয় অভাব অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।
বিহারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (RRB-NTPC)পরীক্ষা ২০২১ এর বিরুদ্ধে পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিল। মঙ্গলবারই একই ইস্যুতে গোটা বিহারেই বিক্ষোভ দেখিয়েছিল তারা। কিন্তু বুধবার তা রণক্ষেত্রের চেহারা নেয়।