fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনার ধাক্কায় কেন্দ্রীয় ক্যাবিনেট! প্রয়াত রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গারি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার ধাক্কা রাজনৈতিকমহলে! প্রয়াত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গারি। দু’‌সপ্তাহ আগেই করোনা আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন তিনি। এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী করোনায় মারা গেলেন। সুরেশ আঙ্গারি সহ এখনও পর্যন্ত মোট চারজন সাংসদ করোনায় মৃত দেশে।

টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “‌দলীয় কর্মী হিসেবে অসামান্য ছিলেন সুরেশ আঙ্গারি। তাঁর হাত ধরেই কর্নাটকে দল আরও শক্তিশালী হয়েছে। সাংসদ এবং মন্ত্রী হিসেবে অত্যন্ত ভাল ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের পাশে আছি। ওম শান্তি!‌’‌

প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়া বলেন, “‌রেল প্রতিমন্ত্রী এবং বেলাগাভির চার বারের সাংসদ সুরেশ আঙ্গারির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি।”

Related Articles

Back to top button
Close