fbpx
কলকাতাগুরুত্বপূর্ণদেশহেডলাইন

লকডাউনে গুজরাট থেকে বাংলায় মাছ পাঠিয়ে লক্ষ্মীলাভ রেলের

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মাছেই লক্ষ্মীছাড়া রেলের। হেঁয়ালির মতো শুনতে লাগলেও কথাটা সত্যি। করোনার সঙ্কটে সুদূর গুজরাট থেকে বাংলায় মাছের জোগান দিয়ে ভালোই লক্ষ্মীলাভ হয়েছে । লকডাউনের সময় প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এসেছে গুজরাটের পোরবন্দর থেকে। হাওড়া হোলসেল ফিশ মার্কেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাসুদ জানিয়েছেন, ‘বছরভর রাজ্যের ইংলিশ প্রেমীদের রসনার তৃপ্তির জন্য সমুদ্রের ইলিশেরও জোগান দেয় গুজরাট।
এখন যদিও পদ্মার ইলিশ আসছে, তাছাড়া আমাদের গঙ্গার ইংলিশ রয়েছে।’ জানা গেল শুধু ইলিশ নয়, নূরে ভোলা ও ভেটকির জোগানও আসে পোরবন্দর থেকে। রেলের তথ্য বলছে, পোরবন্দর- শালিমার পার্সেল স্পেশালে গত ক’মাসে মাছ এসেছে ১৪ লক্ষ, ১১ হাজার ১৮০ কেজি। এ খবর দিয়েছেন পশ্চিম রেলের ভাবনার ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার বি.কে. টেলর। তিনি জানিয়েছেন, গত ৯ এপ্রিল থেকে ৭২ ট্রিপ পণ্য পশ্চিমবঙ্গে এসেছে। যারমধ্যে বেশিরভাগই মাছ, মাছ ধরার জাল, পাঁপড়, রান্নাঘরের সামগ্রী। মাছ গিয়েছে ১৪ লক্ষ ১১ হাজার, ১৮০ কেজি, রেলের আয় হয়েছে  ৭৮ লক্ষ টাকা। মাছ ধরার জাল গিয়েছে ১,৩৮,১২০ কিলো, রেলের আয় ৭,৫১,২৩৫ টাকা।
বাংলায় একটা প্রবাদ চালু আছে, ‘ মাছে ভাতে বাঙালি’। তবে করোনার আবহে বাংলায় মাছের জোগান দিয়ে রেলের  এমন লক্ষ্মীলাভ হলে নতুন প্রবাদ তৈরি হতে বেশি সময় লাগবে না।

Related Articles

Back to top button
Close