নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রমিক স্পেশ্যাল ট্রেনে কয়েকজন শ্রমিকের মৃত্যুর পর অস্বস্তিতে ভারতীয় রেল। গত ২৭ মে পর্যন্ত ট্রেনে ওঠার ৪৮ ঘণ্টার মধ্যে ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুৰ্ভাগ্যজনক ঘটনা রুখতে পদক্ষেপ করলো রেল।
রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ আগের কিছু শারীরিক সমস্যা নিয়ে ট্রেনযাত্রা করোনা পরিস্থিতিতে ঝুঁকি হয়ে যাচ্ছে। কিছু দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।’
আরও পড়ুন: ‘বাংলার মানুষের জন্য কী করেছেন, পরিসংখ্যান দিন?’ দিলীপকে পাল্টা প্রশ্ন পার্থর
এরই পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রকের তরফে বলা হয়েছে,’ যাদের অন্য অসুস্থতা রয়েছে যেয়ন উচ্চরক্তচাপ, ডায়েবেটিস, হৃদরোগজনিত অসুস্থতা, ক্যান্সারের মতো অসুখে আক্রান্ত তাঁরা যেন ট্রেনে না ওঠেন। এছাড়া গর্ভবতী মহিলা, ১০ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছরের প্রবীন মানুষদের ট্রেনে ভ্রমণ না করতে অনুরোধ করা হচ্ছে। অবশ্য খুব জরুরিক্ষেত্র হলে অন্য কথা। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘ আমি গুরুতর অসুস্থ, ৬৫ বছরের প্রবীন নাগরিক,১০ বছরের কমবয়সী শিশু, গর্ভবতী মহিলাদের খুব জরুরী নাহলে শ্রমিক ট্রেনে না ওঠার জন্য অনুরোধ করছি।’