fbpx
কলকাতাদেশহেডলাইন

ব্যয় সঙ্কোচনের লক্ষ্যে এবার ব্রিটিশ আমলের ‘ ডাক মেসেঞ্জার’ পদ বিলোপ হচ্ছে রেলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিঠিপত্র লেখালেখির অভ্যাস চুকেছে বহুদিন। এখন কেবল অফিস কাছারিতেই যেটুকু চিঠির চল। কিন্তু ইন্টারনেট, ই মেইলের যুগে সেই প্রয়োজনও ক্রমশ ফুরিয়ে আসছে। তবু এতোদিন ভারতীয় রেলে ব্রিটিশ আমলে চালু ‘ডাক মেসেঞ্জার’ পদটি চালু ছিল। এবার ব্যয়সঙ্কোচনের লক্ষ্যে এই পদটি বিলোপ করতে চলেছে ভারতীয় রেল। এ নিয়ে বিঞ্জপ্তি জারি হয়েছে বলে খবর।

আরও পড়ুন: সম্প্রীতির নজির, অযোধ্যার ভূমিপুজোয় যোগ দিতে ৮০০ কিলোমিটার হাঁটলেন মুসলিম যুবক

ব্রিটিশ আমলের এই ভাক ব্যবস্থা ঠিক কি ধরনের? এই পরিষেবার মাধ্যমে রেলের এক বিভাগ থেকে অন্য বিভাগে গোপন নথিপত্র পাঠানো হয়। সেই যুগে আর অন্যকোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় ‘ ডাক মেসেঞ্জার’ পদটি চালু হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির উন্নয়ন হয়েছে। আধুনিকীকরণ হয়েছে। কিন্তু তাও ডাক মেসেঞ্জার পদটি ছিল। এবার করোনার সঙ্কটে পদটি বিলোপ হতে চলেছে। সূত্রের খবর, রেলের সব শাখাতেই এই নির্দেশ পাঠানো হয়েছে। গত ২৪ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যয় সঙ্কোচনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
Close