fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শরতের সোনা রোদ্দুরে গায়ে মেখে পুজোর কটা দিন উপভোগ করা নিয়ে কপালে ভাঁজ আবহাওয়াবিদদের। করোনা পরিস্থিতিতে এমনিতেই প্রাণখোলা আনন্দ উধাও এবার পুজোয়। বেশ কিছু পুজোর উদ্যোক্তা ইতিমধ্যেই মণ্ডপে দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। বাকি মণ্ডপগুলোতেও করোনা কালে প্রচুর বিধিনিষেধ। এবার সঙ্গে যোগ হলো পুজোর দিনে বৃষ্টির ভ্রকূটি।

আরও পড়ুন: ধানের সাধভক্ষণ… বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে নলসংক্রান্তি প্রথা

কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আলিপুরের পূর্বাভাষ, ষষ্ঠী, সপ্তমী বৃষ্টিতে ভাসতে পারে। বাকি দিনগুলো নিয়ে এখনি কিছু বলা মুশকিল। কিন্ত ঘটনা হলো এবারতো পুজো দেরিতে। আশ্বিন নয় কার্তিক মাসে এবার দুর্গাপুজো। সেক্ষেত্রে এতদিনেতো বাংলা থেকে বর্ষার বিদায় নেওয়ার কথা। মৌসম ভবন জানাচ্ছে, মধ্যভারতে আটকে রয়েছে বর্ষা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরির হওয়ার কারণে বর্ষা বিদায় নিচ্ছে না। যে কারণে অন্ধ্র ও তেলেঙ্গানা উপকূলে অতি ভারী বৃষ্টি চলছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে বর্ষা বিদায় নিতে অক্টোবরের শেষ সপ্তাহ গড়িয়ে যাবে। সেই কারণেই পুজোয় এবার বৃষ্টির সম্ভাবনার আশঙ্কা আলিপুরের।

Related Articles

Back to top button
Close