পুজোর আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পুজোয় আলোর রোশনাই নিভিয়ে দিতে পারে বৃষ্টি। পুজোয় ৪ দিনই হতে পারে বৃষ্টি। এমনই আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানিয়েছে হাওয়া অফিস।
একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর জেরে আকাশের মুখ ভার হয়ে রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধ, বৃহস্পতি, শুক্র বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
[আরও পড়ুন- ষষ্ঠী থেকে খুলে যাচ্ছে কালীঘাট মন্দির, কোভিড বিধি মেনে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে ভক্তরা]
সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি রয়েছে সকাল থেকেই। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সোমবার। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। একদিকে করোনা, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা এই বছরের পুজোর আনন্দ ভেস্তে দিতে পারেই বলেই আশঙ্কা বঙ্গবাসীর।