fbpx
কলকাতাহেডলাইন

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! কি বলছে আবহাওয়া দফতর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: তীব্র দহনে জ্বলছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির নাম গন্ধ নেই। চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে বসে আছে মানুষ, যে কবে একফোঁটা বৃষ্টির ফোঁটা পড়বে। কিন্তু দক্ষিণবঙ্গের প্রতি সদয় নয় বরুণদেব। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ছিটেফোঁটা মেঘের লেশমাত্র নেই। তবে একটু হলেও আশার আলোর শোনাল আবহাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গে৷

উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে৷ আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশে আগামী ১-২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা৷

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে পরিস্থিতির বদল দেখা দিতে পারে। ২ মে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেরে কিছু অংশে আগামী ১-২ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-শিলাবৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, হাওয়ার গতি থাকবে ঘণ্টা প্রতি ৪০-৫০ কিলোমিটার

Related Articles

Back to top button
Close