বর্ষা বিদায়ের শেষবেলাতেও কালীপুজোতে বঙ্গে বর্ষণের পূর্বাভাস

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বর্ষা বিদায় নিতে চলেছে, তাও এখন দুর্যোগের আশঙ্কারই রিপোর্ট দিয়েছেন আবহবিদেরা। দুর্গাপুজোতে ভিজেছিল বঙ্গ। এবার কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে শক্তি বাড়িতে তুলেছে ঘূর্ণিঝড়। আর তার জেরে কালীপুজোতে নিম্নচাপের জেরে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২০ অক্টোবর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং তার সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ২২ তারিখ নাগাদ সেটি পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। যার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলায়। তবে ২৪ তারিখের মধ্যে স্পষ্ট হয়ে যাবে ঘূর্ণিঝড়ের অভিমুখ। তবে অভিমুখ যদি বাংলার দিকে পুরোপুরিভাবে থাকে তবে কালীপুজো ও ভাইফোঁটায় বাংলায় রীতিমতো দুর্যোগের আশঙ্কা থাকছে। তবে ইতিমধ্যেই কলকাতা থেকে পাকাপাকিভাবে এ বছরের মতো বিদায় নেওয়ার প্রস্তুতি নিয়েছে বর্ষা। বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমে হাওয়ার। তবে ঘূর্ণঝড়ের গতিবিধির উপর পুরোপুরিভাবে নির্ভর করছে বাংলার আগামী কয়েকদিনের আবহাওয়া। তবে তার আগে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী কয়েকদিন বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।