ঝঞ্ঝার হাত ধরে ফের দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

যুগশঙ্খ,ওয়েবডেস্কঃ কয়েকদিন টানটান উত্তেজনার মধ্য দিয়ে শীত তার ব্যাটিং চালালেও ফের ছন্দপতন। ঝঞ্ঝার হাত ধরে ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় আজ বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে ফের কমবে শীতের দাপট। রাতের তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা। তবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো নীচের দিকে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কুয়াশার প্রভাব সব থেকে বেশি থাকবে। ফলে দৃশ্যমানতার অভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলিসয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।