রাতভর বৃষ্টিতে জলবন্দি কলকাতা, সোমবার সারাদিন বর্ষণের পূর্বাভাস

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রাতভর অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। মাঝে মধ্যে বজ্র-গর্ভ মেঘের হুঙ্কার সঙ্গে চলেছে থেকে চলেছে মুষলধারে বৃষ্টির দাপট। ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জবুথবু তিলোত্তমা। একনাগাড়ে বৃষ্টির কারণে জলবন্দি বহু এলাকা। বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সোমবার এই বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আগামী ২৪ ঘণ্টা মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে। এছাড়াও
মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান এই রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
বৃষ্টির কারণ সেই ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। ওড়িশা, বাংলা ও বাংলাদেশ উপকূলে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। এর প্রভাবেই এই দুর্যোগ বঙ্গে।