fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

পুজোর কয়েকটা দিনও বঙ্গে বৃষ্টির সতর্কতা, হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ পুজোর কয়েকটা দিনও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলেই, ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। সোমবার থেকে শুরু হতে পারে দুর্যোগ। ফলে পুজোর দিনগুলিতে বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনিতেই অবিরাম বৃষ্টিতে নাভিঃশ্বাস উঠেছে কলকাতা সহ শহরতলীর।

রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সকাল অর্থাৎ সপ্তমীর সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া  শুকনো থাকবে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে

বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১০ অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। খানিকটা গভীর হতে পারে। ৪-৫ দিন পর নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে চলে যাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে বৃষ্টি বাড়তে পারে ১৩, ১৪ এবং ১৫ অক্টোবর। ফলে উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, ৬ অক্টোবর বর্ষা বিদায় শুরু দেশে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে। তবে এবছর যে ভাবে বৃষ্টির ঘনঘটা, সেখানে আরও কিছু দিন বৃষ্টি তার তাণ্ডব দেখাবে বলেই আশঙ্কা আবহবিদদের।

 

 

 

Related Articles

Back to top button
Close