উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির পূর্বাভাস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একসঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের একটি জেলায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হতে পারে বলে তাদের তাত্ক্ষনিক পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী দুর্যোগ চললেও দক্ষিণবঙ্গে সেই তুলনায় কম বৃষ্টি হবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে তা বিক্ষিপ্তভাবে। যেখানে বৃষ্টি হচ্ছে না বা কম বৃষ্টি হচ্ছে সেখানে দিনভর জারি থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি। যা আজ শুক্রবারেও থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দু-একপশলা বৃষ্টি বাতাসে অত্যধিক জলীয় বাষ্প থাকার কারণে ভ্যাপসা-গুমোট গরম কিছুতেই কমছে না। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, এই সপ্তাহের শেষ পর্যন্ত গোটা রাজ্যেই বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার বিভিন্ন অংশে। উত্তরের অন্যান্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙেও আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দুর্ঘটনার কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি-সহ ৩ মর্মান্তিক মৃত্যু
আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। মাঝে মাঝেই অনুভূত হচ্ছে চড়া রোদের তেজ। সেই সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।