
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত কারণে এবছর আইপিএল খেলবেন না বলে জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস দলের সহ–অধিনায়ক সুরেশ রায়না। দেশে ফিরে আসছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসকে সে খবর জানিয়েও দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। শনিবার সিএসকের তরফে টুইট করে এই খবর জানিয়ে দেওয়া হল।
সিএসকে–র সিইও কাশী বিশ্বনাথন টুইট করেন, ‘ব্যক্তিগত কারণের জন্যই দেশে ফিরে যাচ্ছেন রায়না। তাই এবারের মতো আইপিএলে দেখা যাবে না তাঁকে। তাঁর ও তাঁর পরিবারের পাশে সবসময় রয়েছে দল।’ কিন্তু আচমকা ঠিক কী প্রয়োজন হল, যে গোটা টুর্নামেন্টেই থাকতে পারছেন না তিনি? সিএসকে’র টুইটের পর থেকেই এই আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। অনেকে দুশ্চিন্তাও প্রকাশ করছেন রায়না ও তাঁর পরিবারকে নিয়ে। কিন্তু এখনও পর্যন্ত পরিস্কার করে কিছুই জানাননি রায়না বা দলের বাকি সদস্যরা।
এদিকে, শুক্রবারই জানা গিয়েছিল দলের অন্তত ১২ জন করোনা পজিটিভ। এঁদের মধ্যে আছেন টিম ইন্ডিয়ার পেসার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড় সহ দুই কর্মকর্তা, সোশ্যাল মিডিয়া টিমের কিছু ম্যানেজার ও কয়েকজন নেট বোলার। সব মিলিয়ে সংক্রমিতের সংখ্যাটা ১০ এর উপরে। ১ সেপ্টেম্বর অবধি গোটা দলকে ফের কোয়ারেন্টিনে থাকতে হবে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রায়না। তাই এবারের আইপিএলে সিএসকে–র জার্সি গায়ে দুই তারকার খেলা দেখার প্রহর গুণছিলেন ক্রীড়াপ্রেমীরা। দীর্ঘ বিরতির পর আইপিএলে নতুন করে নামার জন্য মুখিয়েছিলেন রায়নাও। নির্ধারিত সময়ে দলের সঙ্গে দুবাই পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু কোনও এক জরুরী কারণে এমন এক সিদ্ধান্ত। রায়নার সরে যাওয়া চেন্নাই শিবিরের পক্ষে বড় ধাক্কা।