
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে বাণিজ্য সম্মেলনের লগ্নির হিসাব চেয়়ে চিঠি লিখেছিলেন। বুধবার ফের টুইট করে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। বুধবার সকালে পরপর তিনটি টুইট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন জগদীপ ধনকর। এদিন টুইট করে তিনি অভিযোগ করেন, রাজ্য প্রশাসনের কাজকর্মে কোন স্বচ্ছতা নেই। বারবার প্রশ্ন করার পরও তাঁকে কেন উত্তর দেওয়া হয়না সেই প্রশ্ন তুলে তাঁর তোপ রাজ্য প্রশাসন সংবিধান মেনে চলে না। তিনি টুইটে খোঁচা দিয়ে বলেন, ‘ প্রশাসনিক কর্মীরা দলীয় নেতা কর্মীদের মতো আচরণ করছেন।’ কেন সাধারণ মানুষের সামনে সত্য তথ্য তুলে ধরছে না রাজ্য প্রশাসন সে কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইটে উল্লেখ করেন রাজ্যপাল।
আরও পড়ুন: করোনার বলি বাসচালক, ক্ষতিপূরণ, পরিবারের একজনের চাকরির আবেদন বাসমালিক সংগঠনের
প্রসঙ্গত এর আগেও প্রশাসনিক কাজের স্বচ্ছতা নিয়ে, করোনা সরঞ্জাম কেনার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। সরাসরি জবাব না দিলেও সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী কেউ কেউ ঘেউ ঘেউ করছে বলে কটাক্ষ করেছেন। তারপর মঙ্গলবার রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ সংক্রান্ত প্রশ্ন তুলে চিঠি পাঠান। আর এদিন ফের টুইটের খোঁচা। রাজভবন নবান্ন দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে, সময় বলবে।