fbpx
কলকাতাবিনোদনহেডলাইন

পিতৃহারা হলেন রাজ চক্রবর্তী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  করোনা আবহের মধ্যেই ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণ শঙ্কর চক্রবর্তী। দিন কয়েক ধরেই বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন বলে টুইট করে জানিয়েছিলেন রাজ নিজে। চিকিৎসা চলছিল। তবে শুক্রবার সকালে পরিচালকের বাবার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চলতি মাসেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চলছিল চিকিৎসা, কিন্তু শুক্রবার সকালেই তাঁর মৃত্যুর খবর সামনে আসে। স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা পরিবার।

নিঃসন্দেহে পরিবারের জন্য যে খুব কঠিন একটা সময়, তা বলাই বাহুল্য। একদিকে অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরই আরবানার বাসভবন আলো করে আসবে খুদে অতিথি। কিন্তু তার আগেই কেমন যেন সব হিসেব ওলট-পালট হয়ে গেল! করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন রাজ। বাড়ির কারও সঙ্গে মেলামেশা, ওঠাবসা বন্ধ। ওদিকে তাঁর বাবাও অসুস্থ হয়ে ভরতি ছিলেন হাসপাতালে। কিন্তু শুক্রবারই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। কারণ, তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কোনও রিপোর্টই পাওয়া যায়নি বলে এর আগে জানিয়েছিলেন খোদ রাজ।

আরও পড়ুন: Unlock-4: এবার থেকে বিমানে মিলবে খাবার ও বিনোদনের ব্যবস্থা

রাজ কোভিট আক্রান্ত হয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। আর আজও শেষ দেখা দেখতে পারবেন না কিনা বাবাকে, তা জানা যায়নি আপাতত। কারণ সূত্রের খবর বলছে, শুক্রবার অর্থাৎ আজই আবার রাজের দ্বিতীয় করোনা পরীক্ষা হবে। টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই তিনি নিয়মকানুন পালন করতে পারবেন। সূত্রের খবর, করোনার সংকট কাটেনি, তাই নিয়ম মেনেই সৎকার রীতি পালন হবে। ছেলের প্রথম সন্তানের মুখও দেখা হল না তাঁর। সত্যিই এক কঠিন সময় রাজ চক্রবর্তীর পরিবারের জন্য।

Related Articles

Back to top button
Close