
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজস্থানে মাত্রা ছাড়িয়েছে করোনা সংক্রমণ। তবে এই সংক্রমণ রুখতে এবনার নতুন পদক্ষেপ করল রাজস্থান সরকার ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, কোনও বিয়ের অনুষ্ঠানে একশো জনের বেশি উপস্থিত হলে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে ৷
প্রসঙ্গত, রবিবার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন অশোক গেহলট ৷ সেখানে তিনি পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের বড় বড় বাজারগুলিতে কড়া নজর রাখতে বলেন । দেখতে বলেন যে সেখানে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না । এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় নাইট কারফিউ জারিরও ঘোষণা করেন ৷ সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানগুলিতে যাতে ১০০ জনের বেশি জমায়েত না হয় সেদিকটাও দেখতে বলেন ৷
আরও পড়ুনঃ করোনা আবহে হরিদ্বারে হতে চলেছে মহাকুম্ভ, ১২ বছর পর ইতিহাস রচিত হবে
এর পাশাপাশি জয়পুর, যোধপুর, বিকানের, কোটা, আলওয়ার, উদয়পুর, আজমিরে নাইট কারফিউ জারির কথা ঘোষণা করেন ৷ একই সঙ্গে যাঁরা মাস্ক পরবেন না তাঁদের ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, বর্তমানে মরু রাজ্যে প্রায় ৩ হাজার ২৬০ জন কোরোনায় আক্রান্ত হয়েছে৷ এছাড়া মৃত্যু হয়েছে ১৭ জনের৷