গুরুত্বপূর্ণদেশহেডলাইন
রাজস্থানে ‘পাইলট হীন’ কংগ্রেস, জল্পনায় আস্থা ভোট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিদ্রোহী সচিন পাইলটের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক শেষ৷ রাজস্থানের রাজনীতিতে ক্রমেই জোরাল হচ্ছে আস্থাভোটের জল্পনা৷ রাজস্থানের বিজেপি নেতৃত্বের তরফে এমনই ইঙ্গিত মিলছে৷ যদিও সঙ্কটের মধ্যেই বৃহস্পতিবার নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷
রাজস্থানে বিরোধী দলনেতা গুলাব চন্দ কাটারিয়ার কথায়, ‘কংগ্রেস একেবারে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে৷ মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে৷ রাজ্যপালের ছাড়পত্র নিতে হবে মন্ত্রিসভা সম্প্রসারণের আগে৷’
অন্যদিকে আগামী ১৬ জুলাই সন্ধ্যেবেলা নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করতে পারেন গেহে লাট। সচিন পাইলট শিবির আস্থা ভোট চাইলেও ১০৯ জন বিধায়কের সমর্থন তাদের পক্ষে রয়েছে বলে দাবি গেহলাট শিবিরের।