
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথদুর্ঘটনার সাক্ষী থাকল রাজস্থান। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। সূত্রের খবর, চিতোরগড়ের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আরও বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।
Pained by the loss of lives due to an accident at Nikumbh, Chittorgarh. In this sad hour, my thoughts are with the bereaved families. I wish the injured a speedy recovery: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 12, 2020
প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, চিতোরগড়ের দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। যাঁরা পরিজন হারালেন, এই দুঃখের সময়ে তাঁদের সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
Rajasthan: 10 dead after two vehicles collided with each other in Chittorgarh. Injured have been shifted to hospital. More details awaited.
— ANI (@ANI) December 12, 2020
স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধেয় মধ্যপ্রদেশ থেকে একটি যাত্রীবোঝাই জিপ রাজস্থান অভিমুখে আসছিল। উদয়পুর-নিম্বাহেড়া সড়ক দিয়ে আসার সময়ে ওই জিপটিকে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসতে থাকা একটি ট্রেলার। জিপটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত দশজন। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।