fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি, রণক্ষেত্র কংগ্রেস শাসিত রাজস্থান, নিহত ১

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিল চাকরিপ্রার্থীরা। সেইসব প্রার্থীদের ওপর নির্বিচারে গুলি চালালো কংগ্রেস শাসিত রাজস্থান সরকারের পুলিশকর্মীরা।  ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন আরও ৫ জন।  রাজস্থানের ডুঙ্গারপুরে শিক্ষক নিয়োগ ২০১৮ এর টিএসপি ক্ষেত্রের ১,১৬৭ টি অসংরক্ষিত পদ পূরণের দাবিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ বড়সড় আকার ধারণ করে। এই বিক্ষোভ ক্রমেই রণক্ষেত্রের রূপ নেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই গুলিতে ১ ব্যক্তির মৃত্যু হয়। আহত অবস্থায় ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে।

[আরও পড়ুন- মোদির রাজত্বকালে সম্ভব নয় ভারত-পাক ক্রিকেট, আক্ষেপ প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির]

রাজস্থানের ডুঙ্গারপুরে শিক্ষক নিয়োগ ২০১৮ এর টিএসপি ক্ষেত্রের ১,১৬৭ টি অসংরক্ষিত পদ পূরণের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।
এই বিক্ষোভে আসপুর-ডুঙ্গারপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি উত্তপ্ত দেখে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করে হয়। ঘটনায় ১ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে কংগ্রেস সরকার। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই সমস্যা সমাধানের জন্য মন্ত্রী অর্জুন বামণিয়াকে দায়িত্ব দেন। রাজস্থানের মন্ত্রী অর্জুন বামণিয়া চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন।

 

Related Articles

Back to top button
Close