গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
DGP সেনাছাউনি থেকে রাজেশের কফিনবন্দি দেহ গেল গ্রামে

জয়দেব লাহা, দুর্গাপুর: রাজেশ ওরাংয়ের কফিনবন্দি মৃতদেহ রওনা দিল বাড়ির উদ্দেশে। শুক্রবার সকালে পানাগড় সেনাছাউ্নির হাসপাতাল থেকে বীরভুমে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিল চিনের আক্রামন শহিদ রাজেশ ওরাংয়ের মৃতদেহ। এদিন ভোরে কফিনবন্দি দেহ যাওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটু দেরি হয়।
উল্লেখ্য, গত সোমবার লাদাখ সীমান্তে চিনের লালফৌজের আক্রমণে শহিদ হন ভারতীয় সেনা জওয়ান রাজেশ ওরাংয়ের। বৃহস্পতিবার রাতে কফিনবন্দি দেহ বিশেষ বিমানে পৌঁছায় পানাগড় বায়ুসেনা ছাউনিতে। সেখান থেকে মরদেহ রাখা হয় পানাগড় সেনাছাউনির হাসপাতালে। শুক্রবার সকালে রজেশের মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সেনা আধিকারিকরা। তারপর কফিনবন্দি দেহ রওনা দেহ বীরভুমের বেলঘড়িয়ার বাড়িতে। সেখানে রাজেশর মৃতদেহ দেখানো হবে তার মা-বাবা আত্মীয়স্বজনকে। তারপর সেনাকর্মীরা গান স্যালুট দেবেন।