fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সেনা জওয়ানদের সন্মানে প্রদীপ জ্বালানোর আহ্বান রাজনাথ সিং-এর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দীপাবলি উপলক্ষে এবার সকল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সকলের কাছে আগ্রহ করেছেন যে, এই দীপাবলিতে আমাদের দেশকে যারা নির্ভীকভাবে রক্ষা করছেন, সেই সৈনিকদের অভিবাদন জানাতে প্রত্যেকে একটি করে প্রদীপ জ্বালাতে।  আপনারা সকলেই যেন সৈনিকদের সন্মানে একটি করে প্রদীপ জ্বালান।’

তিনি আরও বলেন, ‘আমি দেশের সকল প্রাক্তন সেনা জওয়ান এবং তাঁদের পরিবারকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি যারা দেশের সুরক্ষার্থের নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই উৎসবের আবহেও দেশের সীমাগুলিকে রক্ষাকারী সকল সেনা এবং তাঁদের পরিবার পরিজনের বিশেষভাবে শুভকামনা জানাচ্ছি। তাঁদের কর্তব্যনিষ্ঠা, সাহস এবং পরাক্রমকে প্রণাম জানিয়ে তাঁদের ভালো স্বাস্থ্য এবং কল্যাণের কামনা করছি।’

শনিবার নিজের টুইট বার্তায় অমিত শাহ লিখেছেন, দীপাবলির এই পবিত্র পর্ব সকল দেশবাসীর জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক। সকলের সুস্বাস্থ্য কামনা করি। দীপাবলির আন্তরিক শুভেচ্ছা রইল।  দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শনিবার নিজের টুইট বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, দীপাবলীর অন্যতম বৈশিষ্ট্য হল এটি স্বচ্ছতার উত্সব। তাই মা প্রকৃতিকে সম্মান জানিয়ে দূষণহীন, পরিবেশবান্ধব, এবং স্বচ্ছ দীপাবলি উদযাপন করুন। উত্সব সর্বদা আমাদের জনহিতের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করে চলে। এই উত্সব উপলক্ষে আশার আলো হয়ে উঠুন। সমাজের গরিব, প্রান্তিক শ্রেণীতে বসবাসকারী মানুষজন, দূর্ভোগে থাকা লোকেদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন। যেভাবে প্রদীপ সকলের সঙ্গে আলো ভাগ করে নেয় ঠিক সেইভাবে।

 

 

 

Related Articles

Back to top button
Close