fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে বিজয় দশমী পালন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের মাঝেও দেশে উৎসবের মরসুম চলছে। এদিকে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। এরই মাঝে শোনা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিকিমে ভারতীয় সেনার সঙ্গে দশমী পালন করবেন।

এছাড়া দশমীর অবসরে রাজনাথ সিং সিকিমের নাথুলার শেরথাংয়ে শস্ত্র পুজো করবেন। এই জায়গা ভারত-চীন সীমান্ত থেকে মাত্র ২ কিমি দূরে। রাজনাথ সিং দুদিনের সিকিম আর পশ্চিমবঙ্গের সফরে আছেন।

রাজনাথ সিং শনিবার দার্জিলিংয়ের সুকনা ৩৩ কর্প্স এর হেডঅফিসে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তুতির সমীক্ষা করেন। এমনকি জওয়ানদের মনবল বাড়াতে তিনি ভাষণও দেন।

এদিন দার্জিলিংয়ে জওয়ানদের সামনে ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত সবসময় নিজেদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে এসেছে। আর প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কও চেয়েছে।

তিনি আরও বলেন, ভারতের তরফ থেকে সবসময় শান্তির বার্তা দেওয়া হয়েছে। কিন্তু সময়ে সময়ে ভারতীয় জওয়ানরা ভারতীয় সীমান্ত, অখণ্ডতা আর সার্বভৌমত্বর রক্ষার জন্য প্রাণ দিয়ে এসেছেন।

Related Articles

Back to top button
Close