ক্ষমতায় এসে কালীঘাটের কাট মানির ৭৫ শতাংশ টাকার হিসেব নেব: রাজু

সাথী প্রামানিক, পুরুলিয়া: “পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে তৃণমূলের কাট মানির টাকার হিসেব নেবে বিজেপি। এছাড়া সেই টাকা ইঞ্চি ইঞ্চি বার করে জনগণের মধ্যে বিলিয়ে দেব।” পুরুলিয়ার মানবাজারে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এই ভাবেই হুংকার দিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জি। মানবাজার মহকুমা সদরে দলের ‘ পরিবর্তনের লক্ষ্যে মিছিল ‘ এ সামনের সারিতে থেকে অংশ নেন তিনি। মিছিল শেষে পথ সভায় তাঁর বক্তব্যের প্রথম থেকে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আক্রমণ করেন রাজু। দলের রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু বলেন, “২০০৪ সালে ভাইপোকে চিনতেন না কেউই। প্রথমে তাঁর ব্যাংক ব্যালেন্স শূন্য ছিল। আর এখন ১ হাজার ৩০০ কোটি টাকার মালিক তিনি। কোথা থেকে এল এই টাকা? দিদি বলে দিয়েছেন ৭৫% টাকা আমাকে দাও বাকি তোমরা নাও। যদি ৭৫ % কালীঘাট গিয়ে থাকে ক্ষমতায় এসে ওই টাকা আমরা বার করব। ইঞ্চি ইঞ্চি বার করে জনগণের মধ্যে বিলিয়ে দেব।”
তিনি আরও বলেন, রাজ্য পুলিশের একাংশ শাসক দলের হয়ে কাজ করছেন। তাঁদেরও ব্যবস্থা হবে। ভোট প্রসঙ্গে এদিন দলের কর্মীদের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেন, “ভোট লুঠ পাট করবে ভেবেছে তৃণমূল। আপনারা নিশ্চিত থাকুন। দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে ভোট হবে। কর্মী বন্ধুরা এক দম তৈরি থাকুন। তৃণমূল ভোট লুট করতে করতে এলে পিটিয়ে চামড়া গুটিয়ে দিন। আমরা বাকি বুঝে নেব।”
এদিন দলীয় এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পর্যবেক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।