fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

রাম মন্দিরের ভিত্তি প্রস্তরে বসানো হবে ৪০ কেজি রূপো

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো হবে আগামী ৫ আগস্ট। এরমধ্যেই জানা গেল যে এই রাম মন্দিরের ভূমিপুজোর সময় বসানো হবে ৪০ কেজির রূপোর পাত। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরে বসানো হবে এই পাত। ভূমি পুজোর সময়ই এই পাত বসানো হবে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন- ওড়িশায় উদ্ধার বিরল প্রজাতির হলুদ কচ্ছপ, ভিডিও শেয়ার করল বন দফতর]

আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজোর দিন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও উপস্থিত থাকার কথা আছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভগবত। বারাণসীর পুরোহিতরা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এই পুরোহিতরা মার্চ মাসে রাম লাল্লার নতুন মূর্তি স্থাপনের সময়ও উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে যে, রাম মন্দিরে ৩ টির পরিবর্তে ৫ টি গম্বুজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২.৭৫ লক্ষ ঘনমিটার জমিতে নির্মিত রাম মন্দিরটি দ্বিতল হবে। মন্দিরের দৈর্ঘ্য হবে ২৪০ ফুট ও চওড়ায় হবে ১৪০ ফুট। এটির উচ্চতা হবে ১২৮ ফুট। ৩৩০ টি বিম ও দুটি তলা মিলিয়ে মোট ২১২ টি স্তম্ভ সমেত এই মন্দিরের দরজা থাকবে পাঁচটি।

 

Related Articles

Back to top button
Close